Tuesday, June 3, 2025

বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞান সৃষ্টি এবং সমাজের বাস্তব সমস্যা সমাধানে কাজ করা। কিন্তু বাস্তবে দেখা যায়, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্কুল-কলেজের মতো শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা প্রদানে সীমাবদ্ধ হয়ে পড়ছে। যেখানে বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল গবেষণার কেন্দ্র ও নতুন সমাধান তৈরির স্থান, সেখানে তা হয়ে উঠছে শুধু একাডেমিক ডিগ্রি অর্জনের একটি মাধ্যম।  


যদিও কিছু গবেষণা হয়, তবে তা অধিকাংশ সময় আন্তর্জাতিক বা গ্লোবাল সমস্যাকে কেন্দ্র করে। আমাদের দেশের স্থানীয় বা বাস্তব সমস্যা নিয়ে তেমন গবেষণা হয় না। এর একটি কারণ হতে পারে, গ্লোবাল রিসার্চ করলে বিদেশে স্কলারশিপ বা উচ্চতর ডিগ্রির সুযোগ পাওয়া যায়, কিন্তু স্থানীয় গবেষণায় তেমন সুবিধা নেই। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা সেদিকেই বেশি মনোযোগ দেন।  


এছাড়াও, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক ভালো উদ্যোগ ধীরে ধীরে বিলীন হয়ে যায়। এই সব কারণে বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জীবনের সাথে সম্পর্কিত সমস্যাগুলোর কার্যকর সমাধান দিতে ব্যর্থ হচ্ছে।

~By Jahed Ahmed

No comments:

Post a Comment

          বিশ্ববিদ্যালয় উদ্ভব, বিকাশ ও বিউপনিবেশায়ন সৈয়দ নিজার ( ভাবাংশ ) বিশ্ববিদ্যালয় এর আবির্ভাব কোন কিছুই হঠাৎ করে আবির্ভাব হয় ন...